Friday, November 24, 2017

Oedipus Rex by Sophocles | Introduction to Drama

Oedipus Rex By Sophocles
Oedipus Rex

প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিস এর নাটক ‘ইডিপাস দি কিং’। . থিবস নগরী প্রতিষ্ঠা করেছিলেন ফিনিসিয় রাজপুত্র ক্যাডমাস। ক্যাডমাস এর বংশধর লাইয়াস ছিলেন থিবস-এর রাজা । রানীর নাম জোকাস্টা। রাজদম্পতি নিঃসন্তান ছিলেন। সেকালে দৈববাণী শোনার জন্য ডেলফাই-এ দেবতা অ্যাপোলোর উপাসনালয়ে যাওয়াউপাসনালয়ে যাওয়া হতো। থিবস এর রাজদম্পতির প্রতি ভয়ানক দৈববাণী হল: লাইয়াস এর ছেলে হবে এবং সে লাইয়াসকে খুন করে জোকাস্টা কে বিয়ে করবে। . জোকাস্টার এক ছেলে হল! রাজা লাইয়াস তার বিশ্বস্ত দাস ডায়োমিডিসকে ডেকে বললেন, “এটাকেবললেন, “এটাকে সাইথিরন পাহাড়ে ফেলে দিয়ে আয়।এটার দুই পায়ে তীক্ষ্ম শলাকা প্রবিষ্ট করবি”। ডায়োমিডিসকরবি”। ডায়োমিডিস রাজার কথামতো নবজাতককে পাহাড়ে ফেলে রেখে যায়। কোরিন্থের এক মেষপালক থিওক্লাইমেনাস বাচ্চারথিওক্লাইমেনাস বাচ্চার কান্না শুনে তাকে কোরিন্থ এর নিঃসন্তান রাজা রানীর কাছে নিয়ে আসে। রাজা রানী তাকে বুকে তুলে নেন। শলাকা বিদ্ধ করায় শিশুর পা ফুলে ছিলো। তার নাম রাখা হয় --স্ফীতপদ বা Oedipus । . বড় হয়ে ইডিপাস নিজের জন্ম সম্পর্কে জেনে ঠিক করে আর কোরিন্থ ফিরে যাবে না। থিবস এর দিকে যেতে যেতে ডাভলিয়া নামে এক জায়গায় আসে সে । মাঝবয়েসী একজন অভিজাত ব্যক্তিকেঅভিজাত ব্যক্তিকে নিয়ে একটি রথ আসছিল। রাস্তা পেরুনো নিয়ে তার সঙ্গে ইডিপাস এর তর্ক বাঁধে। এক পর্যায়ে আত্মরক্ষার্থেপর্যায়ে আত্মরক্ষার্থে ইডিপাস তাকে হত্যা করে ফেলে। সে যাকে হত্যা করল সেইই ছিল তার বাবা- লাইয়াস! . থিবস-এর তোরণে স্ফিংস-এর ধাঁধার উত্তর দিয়ে ইডিপাস থিবস এর রাজা হল। সদ্য বিধবা রানী জোকাস্টা কে বিয়ে করল সে। ইডিপাস-এর ঔরসে জোকাস্টারঔরসে জোকাস্টার গর্ভে দুই ছেলে- ইটিওক্লেস ও পলিনেইসিস এবং দুই মেয়ে- ইসমেন ও অ্যান্টিগনির জন্ম হয়। . এরপর থিবস-এ প্রাণঘাতী মরক দেখা দিল; থিবস এর অন্ধ পয়গম্বর টাইরেসিয়াসপয়গম্বর টাইরেসিয়াস বলেন, মরকের হাত থেকে বাঁচতে হলে রাজা লাইয়াস হত্যার বিচার করতে হবে। দাস ডায়োমিডিস ইডিপাসের পায়ের ক্ষত দেখে চিনতে পারে। টাইরেসিয়াস ইডিপাস কে সব খুলে বলে। ইডিপাস জানতে পারল সেইই পিতার ঘাতক ও আপন মায়ের সাথে অজাচারী সম্পর্কে লিপ্ত। সে মানসিকভাবে ভেঙে পড়ে। নগরে অজাচারের কথা ছড়িয়ে যায়। রানী ক্ষোভে ঘৃনায় আত্মহত্যা করলেন। প্রবল ধিক্কারে নিজের চোখ উপড়ে ফেলে ইডিপাস, এরপর সিংহাসন ত্যাগ করে।

Oedipus Rex by Sophocles | Introduction to Drama

Oedipus Rex প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিস এর নাটক ‘ইডিপাস দি কিং’। . থিবস নগরী প্রতিষ্ঠা করেছিলেন ফিনিসিয় রাজপুত্র ক্যাডমাস। ক্যাডমা...